বাংলাদেশের শততম টেস্টে সেঞ্চুরি তুলে নিয়ে চিন্তা বাড়াচ্ছেন দিনেশ চান্ডিমাল। টস জিতে আগে ব্যাটে গিয়ে ৭ উইকেটে ২৩৮ রান তুলে গতকাল প্রথমদিন শেষ করে স্বাগতিক শ্রীলঙ্কা। দিনেশ চান্ডিমাল ৮৬ ও রঙ্গনা হেরাথ ১৮ রানে অপরাজিত ছিলেন।
আজ আরো ৭ রান করে সাকিব আল হাসানের বলে ফেরেন হেরাথ। কিন্তু লড়াকু সেঞ্চুরি তুলে নেন দিনেশ চান্ডিমাল। ২৪৭ বলে ১০০ রানে অপরাজিত তিনি। এটি তার ক্যারিয়ারের অষ্টম টেস্ট সেঞ্চুরি।
শ্রীলঙ্কার সংগ্রহ ৮ উইকেটে ২৬২ রান। গতকাল ৩৫ রানে ৩ উইকেট হারায় শ্রীলঙ্কা। এরপর উইকেটে তেমন কেউ জমতে পারেনি। কিন্তু চান্ডিমাল একাই শ্রীলঙ্কাকে সম্মানজনক স্কোর গড়ার লড়াই করছেন।
বাংলাদেশ দল
তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শুভাশিষ রয় ও মোস্তাফিজুর রহমান।
No comments:
Post a Comment