ভারতীয় সিনেমার ইতিহাসে একের পর এক রেকর্ড করে চলেছে 'বাহুবলী ২ : দ্য কনক্লুশন'। মুক্তির ৯৬ ঘণ্টায় 'বাহুবলী ২'এর ট্রেলার যতবার দেখা হয়েছে তা রীতিমতো একটি রেকর্ড।
গত বৃহস্পতিবার মুক্তি পায় 'বাহুবলী ২' এর ট্রেলার। মুক্তির মাত্র ৯৬ ঘণ্টায় ৮৫ মিলিয়ন ভিউ হয়েছে ট্রেলারের।
এখন যা তিন কোটি ছাড়িয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম জানায়, 'বাহুবলী ২-এর ট্রেলার ইউটিউবে যত লাইক পেয়েছে তা নাকি এ পর্যন্ত কোনও ভারতীয় সিনেমার ক্ষেত্রে হয়নি।
এস এস রাজামৌলি পরিচালিত 'বাহুবলী ২ : দ্য কনক্লুশন' ছবিতে অভিনয় করেছেন প্রভাস, রানা ডাগ্গুবাতি, সত্যরাজ, আনুশকা শেঠি, তামান্না ভাটিয়া।
No comments:
Post a Comment