ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) অংশ নিতে আজ রাতে ঢাকা ছাড়বেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ১৫ আগস্ট পর্যন্ত সিপিএলে খেলবেন তিনি। এরপর দেশে ফিরে অস্ট্রেলিয়া সিরিজের ক্যাম্পে যোগ দেবেন বলে জানা গেছে। এদিকে, সিপিএলে এবার সাকিবের দল জ্যামাইকা তলাওয়াস। অবশ্য গত আসরেও এই দলেই খেলেছিলেন তিনি।
from Metronews24.com http://ift.tt/2tRAO6u
No comments:
Post a Comment