মডেল রিসিলা বিনতে ওয়াজের আত্মহত্যা করছেন বলে খবর পাওয়া যায়। আত্মহত্যা চেষ্টার পর পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি করান।
কিন্তু শেষ চেষ্টায়ও তাকে বাঁচানো যায়নি।
তিনি বাংলাদেশ ফ্যাশন ইন্ডাস্ট্রির একজন মডেল ও অভিনেত্রী ছিলেন। মাত্র ২২ ঘণ্টা আগেও তাকে পাওয়া গিয়েছিল তার ফেসবুক অ্যাকাউন্টে।
তিনি তার প্রোফাইল পিকচার বদল করেছিলেন। ঘণ্টা খানেক আগে থেকে ফেসবুকে রিসিলার আত্মহত্যার গুঞ্জন ওঠে। অতঃপর আজ বিকেলে মডেল রিসিলার মৃত্যুর তথ্য একটি অনলাইন গণমাধ্যমকে নিশ্চিত করেছেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ছিদ্দিকুর রহমান।
হাসপাতালের একজন কর্মকর্তা জানিয়েছেন- বিকেল ৪টার দিকে তাকে হাসপাতালে আনা হলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।
মডেল রিসিলার চার বছরের এক সন্তান রয়েছে বলে জানিয়েছেন ঘনিষ্ঠজনরা। অভিযোগ উঠেছে- দাম্পত্য কলহের কারণে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন এই র্যাম্প মডেল।
ইতোমধ্যে রিসিলার ফেসবুক ওয়ালের টাইমলাইনে প্রতিক্রিয়া ব্যক্ত করছেন দেশের অন্যান্য মডেলরা।
ইসরাত তাইরেন লিখেছেন- ‘বিশ্বাস করতে পারছি না’।
নাহিদ নিশান লিখেছেন- RIP
মডেল ও অভিনেত্রী ছিলেন রিসিলা বিনতে ওয়াজের ‘স্বপ্ন’ এর সাবেক ব্র্যান্ড এম্বাসেডর।
জনপ্রিয় মডেল শাবনাজ সাদিয়া ইমি লিখেছেন-রিসিলা বিনতে ওয়াজের, এটা অসহ্য এবং বিশ্বাস্য, তুমি কী করলে প্রিয়! আমরা তোমাকে ভালোবাসতাম। তুমি তোমার কাছের কারো কাছে তোমার সমস্যাগুলো বললেও পারতে। আমি তোমার রেখে যাওয়া সন্তানের জন্য দুশ্চিন্তা করছি। আল্লাহ তোমাকে শান্তিতে রাখুক।
No comments:
Post a Comment