বন্ধুত্বের সম্পর্ক গুলো কখনো কখনো আরও গভীর কিছু প্রকাশ করে। আনমনেই প্রিয় বন্ধু হয়ে ওঠে ভালোলাগা এবং ভালোবাসার মানুষ।
এমনই এক বন্ধুত্বের সম্পর্ক নিয়ে গান করলেন বাংলাদেশি বংশোদ্ভূত দুই ভাই-বোন শায়ান হাসান ও তাসনিয়া হাসান।
প্রায় ১০ বছর ধরে পুরো পরিবারের সঙ্গে আমেরিকায় আছেন তারা। প্রবাসে জীবনযাপন করলেও দেশকে তারা ভুলে যাননি। প্রতিনিয়ত দেশ ও দেশের মানুষের জন্য কিছু করার পরিকল্পনা তাদের।
সেই লক্ষ্যে একটি গান নিয়ে গত মাসের শেষদিকে বাংলাদেশে আসেন তারা। গানের শিরোনাম ‘আনমনে’।
তাসনিয়া হাসানের কথায় এর সুর করেছেন শায়ান হাসান। গানটিতে দ্বৈতভাবে কণ্ঠ দিয়েছেন শায়ান ও তাসনিয়া। গানটির সঙ্গীতায়োজন করেছেন পিরান খান এবং মিক্সিং-মাস্টারিং করেছেন তানভির আহমেদ রোসসি।
ইতোমধ্যে মিউজিক ভিডিও নির্মাণ হয়েছে ‘আনমনে’ গানটির। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন রাশেদ মজুমদার। এতে মডেল হিসেবে রয়েছেন সময়ের জনপ্রিয় মডেল শাহতাজ মুনিরা হাসেম ও কণ্ঠশিল্পী শায়ান হাসান নিজেই।
এ প্রসঙ্গে তাসনিয়া বলেন, ‘ফেসবুকে অ্যাকোস্টিক ডুও নামে আমাদের একটি পেজ আছে। সেখানে আমরা মাঝে মাঝে কাভার গান করে শেয়ার করতাম। সেগুলো দেখে অনেকেই বলতেন, দেশে এসে পূর্ণাঙ্গ একটি গান করার কথা। সে আগ্রহ থেকে প্রায় এক বছর চিন্তা-ভাবনা করেছি এ গানটি নিয়ে। অবশেষে গানটির কাজ শেষ করলাম। আশা করছি গানটি সবার ভালো লাগবে।’
তিনি আরও বলেন, ‘এ গানটি শ্রোতাদের ভালো লাগলে আরও কিছু গান করার পরিকল্পনা করব।’ খুব শিগগিরই বিভিন্ন রেডিও এবং টিভি চ্যানেলে গানটির প্রচার শুরু হবে। পাশাপাশি ইউটিউবেও গানটি দেখা যাবে।
No comments:
Post a Comment