হাতুড়িপেটা খেয়েও ডাকাতি রুখলেন এটিএম নিরাপত্তারক্ষী দুঃসাহসিক ডাকাতি রুখে দিলেন এটিএমের নিরাপত্তারক্ষী। গতকাল শুক্রবার দুপুরে ভারতের গোয়ার পানাজিতে একটি এটিএম বুথে এ ঘটনাটি ঘটেছে। পরে ৪০ সেকেন্ডের সিসিটিভি ফুটেজে এই পুরো ঘটনাটি ধরা পড়ে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ওই নিরাপত্তারক্ষী তখন ভেতরেই ছিলেন। এটিএম লুট করার চেষ্টা করতেই ডাকাতকে বাধা দেওয়ার চেষ্টা করেন তিনি। বেগতিক বুঝে ডাকাত তার হাতে থাকা হাতুড়ি দিয়ে নিরাপত্তারক্ষীর মাথায় মারতে শুরু করে। ডাকাতকে বাগে আনার চেষ্টা চালিয়ে যান ওই নিরাপত্তারক্ষী। একের পর এক হাতুড়ি দিয়ে নিরাপত্তারক্ষীর মাথায় আঘাত করছে, কিন্তু ডাকাতকে এটিএম লুট করতে দেননি। ডাকাতের হাত থেকে হাতুড়িও ছিনিয়ে নেন তিনি। ১১ বার হাতুড়ির ঘা খাওয়ার পর নিজেকে সামলাতে পারেননি। এটিএমের মেঝেতে পড়ে যান তিনি। সেই সুযোগে ডাকাত চম্পট দেয়। কিন্তু ওই অবস্থাতেও তিনি উঠে দাঁড়িয়ে ডাকাতের পিছু নেন। like #metronews24com http://ift.tt/2j3pvih
from http://ift.tt/2lrHDIt
No comments:
Post a Comment