Monday, May 29, 2017

metronews24.com

চ্যালেঞ্জ' ছবি দিয়েই প্রথমবারের মতো জুটি হন দেব-শুভশ্রী। ২০০৯ সালে মুক্তি পাওয়ার এ ছবিতে নায়ক-নায়িকার অনস্ক্রিন রোম্যান্স গড়ায় বাস্তব জীবনেও। কিন্তু নানা কারণে দেব-শুভশ্রী জুটির সেই প্রেম বেশি দিন টেকেনি। ২০১২ সালে তাই 'চ্যালেঞ্জ' ছবির রিমেকে দেব নায়ক হলেও তাই নায়িকা হিসেবে শুভশ্রীকে দেখা যায়নি


No comments:

Post a Comment