মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় মিশুক মুনির ও তারেক মাসুদসহ পাঁচজন নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় বাস চালক জামির হোসেনের যাবজ্জীবন কারাদণ্ডের প্রতিবাদে চুয়াডাঙ্গায় অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছেন স্থানীয় শ্রমিকরা।
এ বিষয়ে শহরে মাইকিং করা হয়। এ সময়ে জানানো হয় ধর্মঘট চলাকালীন চুয়াডাঙ্গা থেকে বাস-ট্রাকসহ কোন ধরণের যানবাহন ছেড়ে যাবে না।
তবে চুয়াডাঙ্গা বাস-ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি এম জেনারেল জানান, স্থানীয় শ্রমিকরা ধর্মঘটের ডাক দিয়েছে।
তারা পরিবহণ চালাবেনা বলে জানিয়েছে। তিনি আরও জানান, পরিবহণ মালিক ও শ্রমিকরা আগামী শনিবার বসে নতুন কর্মসূচির ব্যাপারে সিদ্ধান্ত নেবে।
উল্লেখ্য, বুধবার দুপুরে মানিকগঞ্জ আদালতে ঐ রায় ঘোষণা করা হয়।
No comments:
Post a Comment